লন্ডনে ২৪ ঘন্টায় গোলাগিুলি, এসিড ও ছুরিকাহাতের ঘটনায় ১ জন নিহত : Gun violence on London’s streets ‘must stop’

ব্রিটবাংলা ডেস্ক : আবারো রক্তাক্ত হয়ে উঠেছে লন্ডনের স্ট্রীট। গত ২৪ ঘন্টার ভেতরে পৃথক তিন গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর একজনের জীবন ঝুঁকিপূর্ন। এ নিয়ে চলতি বছর গুলি ও ছুরিকাঘাতসহ বিভিন্ন অপরাধে নিহতের সংখ্যা ষাট ছুঁয়েছে। এক সঙ্গে রোববার ঘটেছে ছুরিকাঘাত এবং এসিড হামলার ঘটনাও।

রোববার দুপুর আনুমানিক ১টা ১৭ মিনিট থেকে ১টা ২০ মিনিটের ভেতরে হ্যারোতে গোলাগুলির ঘটনায় দু’ কিশোর আহত হয়েছেন। এদিকে বিকাল সাড়ে ৬টার দিকে সাউথ লন্ডনের লুইশিয়ামে ওপর এক ‍গোলাগুলির ঘটনায় ২২ বছরের এক তরুন আহত হয়েছেন। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সাদার্ক কাউন্সিলের ওয়ারহ্যাম স্ট্রীটে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান ১৭ বছরের মেধাবী এক শ্বেতাঙ্গ কিশোর।

পুলিশ জানিয়েছে, হ্যারোর ওয়েল্ডস্টোনের হাইস্ট্রীটে ২ মিনিটের ব্যবধানে ১৩ ও ১৫ বছরের দু কিশোর গুলিতে আহত হন। রোববার দুপুর ১টা ১৭ মিনিটের দিকে ১৫ বছরের কিশোরকে আহত অবস্থায় উদ্ধারের প্রায় দু’ মিনিট পরেই একই স্ট্রীটের কাছাকাছি জায়গায় ১৩ বছরের অপর কিশোরকে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স ১২ বছর হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দু’টি ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনা দুটির যোগসূত্রতা আছে বলেও ধারণা পুলিশের।

এই ঘটনার কয়েক ঘন্টা পরে রোববার বিকেল সাড়ে ৬টার দিকে সাউথ লন্ডনের লুইশিয়ামে ২২ বছর বয়সী এক তরুনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার জীবন ঝুঁকিপূর্ণ বলে পুলিশ জানিয়েছে।

এই দুই ঘটনার আগে শনিবার বিকেল ৭টার দিকে সাদার্কে গুলিবিদ্ধ হয়ে মারা যান ১৭ বছরের মেধাবী কৃষ্ণাঙ্গ কিশোর।

এদিকে এই গোলাগুলির ঘটনার মাঝেই রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে হ্যাকনিতে  সন্দেহভাজন এক এসিড হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের বয়স যথাক্রমে ২৭, ২২ এবং ১৭ বছর।

এসিড হামলার পাশাপাশি ঘটেছে ছুরিকাঘাতের ঘটনায়ও। নর্থ ওয়েস্ট লন্ডনের প্যারিভেইলে রোববার রাত ৯টার দিকে ৪৩ বছর বয়সী এক পুুরুষ ছুরিকাহত হয়েছেন।

এদিকে লন্ডনের বাইরে লুটনে ছুরিকাঘাতের ঘটনায় ২০ বছর বয়সী এক তরুন নিহত হয়েছে। রোববার এই ঘটনা ঘটে।

ওদিকে লন্ডনে একের পর এক হত্যা ও খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডেভিড ল্যামি এমপি। এক টুইট বার্তায় হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লেবার এমপি ল্যামি।

 

Two boys, aged 13 and 15, suffered head injuries after being shot within two minutes of each other in northwest London, police have said.

Officers were alerted to an incident in High Street, Wealdstone, Harrow, at 1.17pm on Sunday and found a 15-year-old boy with a gunshot wound.

Two minutes later, nearby in the same street, a 13-year-old boy was also treated for gunshot wounds. He had suffered a shotgun pellet wound to the head.

The MP for Harrow West has pledged to work with police to find those responsible.

 

Both boys suffered head injuries and were taken to hospital. Police have since confirmed their injuries are not life-threatening.

Officers, who initially believed the 13-year-old was 12, are investigating whether the two incidents are linked.

In a statement, police said no arrests had been made and no weapons had been recovered.

People were asked to avoid the area while police investigated the incident.

At the scene, a grey Adidas sweatshirt with blood stains on the hood could be seen crumpled on the ground near a Specsavers branch, along with a police exhibit number.

Three-and-a-half hours later, emergency services were called to reports of a 20-year-old man suffering serious stab wounds after being attacked in Luton, Bedfordshire.

The victim was pronounced dead at the scene and officers have launched a murder investigation.

In a separate attack at about 6.30pm, a 22-year-old man was wounded in a shooting in Lewisham, south London. His condition is not life-threatening.

And in a further unrelated attack at about 9pm, a 43-year-old man was stabbed in a residential street in Perivale, northwest London.

The stabbing is understood to have taken place after an altercation over his driving. His injuries are not believed to be life-threatening.

The attacks come a day after Rhyhiem Ainsworth Barton, 17, was fatally shot in an unconnected attack in Southwark, south London.

Armed police attended the scene and he was given first aid by paramedics but died shortly before 7pm.

Rhyhiem’s mother, Pretana Morgan, paid tribute to her son – an aspiring architect and rapper – and criticised police for “putting us in danger”.

Labour MP David Lammy tweeted: “Enough. Enough. My heart goes out to families grieving children and teenagers. So many shattered lives, families and communities.”

Meanwhile, three people were injured in a “noxious substance” assault following an altercation between two groups in east London at around 5.20am on Sunday.

Police are investigating whether the men, aged 22 and 27, and a 17-year-old boy, suffered life-changing injuries in the incident in Hackney.

Advertisement