ব্রিটেনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সটিটিউটের ইয়ার এন্ডিং সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১২ মে শনিবার লন্ডন মুসলিম সেন্টারে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রদর্শনী, স্বরচিত কবিতা, নাশিদ, নাটিকা এবং কোরআন তেলাওয়াত করেন। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক তাদের সন্তানদের পারফমেন্স দেখার সুযোগ পান। সকাল এগারোটায় বিভিন্ন প্রতিযোগিতা শুরু হলে পরে বিকেল আড়াইটার দিকে বছরজুরে একাডেমিক ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্মারক হিসেবে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা ইন্সটিটিউটের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল। মওদুদ আল বান্না ও তাহিরা তানজিমের যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইন্সিটিটিউটের প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ইস্ট একাডেমীর সাবেক হেড টিচার শায়খ মুসলেহ ফারাদী। বক্তব্য রাখেন ইক্বরা ইন্সিটিটিউটের ভাইস প্রিন্সিপাল মাওলানা এফ কে এম শাহজাহান, শিক্ষক রেশমা শেখ, সামিয়া আবিদ, চ্যামেলি চৌধুরী, অভিভাবক আখতার হোসেন এবং ্ট্রাষ্টি অহিদুর রহমান সেলিম ও আলা উদ্দিন।
অনুষ্ঠানে আলিমি, হাফিজি কোর্স, বেস্ট স্টুডেন্ট অব দ্যা ইয়ারসহ সকল শিক্ষার্থীর হাতে ইয়ার এন্ডিং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ মাত্র কয়েক বছরের ব্যবধানে ইক্বরা ইন্সটিটিউট ব্যাপক সফলতার স্বাক্ষর রেখেছে। কম সময়ে প্রতিষ্ঠানটির এমন সাফল্যে সন্তুষ্ট অভিভাবকরা। তারা শিক্ষার মান নিয়ে উচছসিত প্রশংসা করেন। বিজ্ঞপ্তি
লন্ডন ইক্বরা ইন্সটিটিউটের ইয়ার এন্ডিং সার্টিফিকেট সিরোমনি অনুষ্ঠিত
Advertisement