ব্রিটবাংলা রিপোর্ট : ওয়েস্ট লন্ডনের টিউব স্টেশনে বিস্ফোরনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২১ বছরের আরেক পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওয়েস্ট লন্ডনের হেন্সলো থেকে তাকে গ্রেফতার করে সাউথ লন্ডনের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি বড় ধরনের সন্ত্রাসী তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট বলেও সন্দেহ করছে পুলিশ।
সংশ্লিষ্ট অন্যান্য সংবাদ :
লন্ডনে টিউব স্টেশনে বিস্ফোরণের ঘটনায় ১ জন গ্রেফতার : Man arrested over Tube bombing
এর আগে শুক্রবার দিবাগত রাতে ডোভার থেকে ১৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সারের একটি বাড়িতে পুলিশ তল্লাশি অব্যাহত রেখেছে। এই বাড়িতে গ্রেফতারকৃত ১৮ বছরের ব্যক্তি বসবাস করত বলে ধারনা করছে পুলিশ। শুক্রবার সকালে পারসন্সগ্রীন টিউব স্টেশনে ডিস্ট্রিক্ট লাইন ট্রেইনে একটি সাদা বালতির ভেতরে থাকা দ্রব্যের বিস্ফোরণে অন্তত ৩০ জন আহত হন। তবে কারো অবস্থাই ঝুঁকি পুর্ন নয়।
Parsons Green: Second arrest over Tube bombing
A second man has been arrested in connection with Friday’s attack on a London Tube train, police said.
The 21-year-old man was arrested in Hounslow, west London, on Saturday night on suspicion of a terror offence and is in custody in south London.
An 18-year-old man is being held on suspicion of a terror offence over the Parsons Green explosion, which injured 30 people.
He was arrested at the Port of Dover earlier on Saturday.
Police are continuing to search a house in Sunbury-on-Thames in Surrey.
It is thought the 18-year old who has been arrested lives there.