স্পোর্টস ও ইয়ুথ আর্গানাইজেশন লন্ডন স্পোর্টিফের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই রবিবার ইস্ট লন্ডনের ক্যাফে ইডেনে আয়োজিত সভায় ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল), মিডলসেক্স লীগ এবং সেটার ডে লীগে ক্লাবের অংশগ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়াও ভিক্টোরিয়া পার্কে প্রতি ইউকেন্ডে ক্রিকেট খেলায় অংশ নিতে আগ্রহীদের নাম রেজিস্ট্রেশনের জন্য আহবান জানানো হয়।
ক্লাব প্রেসিডেন্ট ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহিবুল আলমের পরিচালনায় এতে ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে বক্তব্য রাখেন, ভাইস প্রেসিডেন্ট জাকির আহমেদ, পাবেল চৌধুরী, ট্রেজারার সাব্বির ইসলাম, ডেপুটি ট্রেজারার শাহেদ খান, ক্লাব ম্যানেজার কালিম উদ্দিন, মিডিয়া-কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ, কোচ ফয়সল আহমেদ, কালচারাল সেক্রেটারী শায়েকুর রহমান, ওয়েলফেয়ার সেক্রেটারী আনিসুজ্জামান নিপু, ইভেন্ট সেক্রেটারী আজহারুল ইসলাম আদনান ও এসিসটেন্ট ইভেন্ট সেক্রেটারী জোনাক মির্জা।
সাধারন সভায় ক্লাবের আয়-ব্যয়-এর পরিকল্পনা গ্রহন ছাড়াও আগামী অক্টোবর মাসে বার্ষিক সাধারন সভা ও খেলোয়াদের নিয়ে এওয়ার্ড অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ক্লাবটিকে কমিউনিটির তরুন খেলোয়ারদের জন্য একটি আদর্শ সংগঠনে রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি