লাংগকাই থেকে নির্বাচন করবেন মাহাথির

ব্রিট বাংলা ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আগামী ৯ মে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে রির্সোট দ্বীপ লাংগকাই এলাকা থেকে নির্বাচন করবেন। দেশটির প্রধান বিরোধী জোট রবিবার এই ঘোষণা দেয়। খবর সিনহুয়া’র।

দেশটির ২১ বছরের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির (৯২) বিরোধী জোট পাকাতান হারাপান এর নেতৃত্ব দিচ্ছেন। জোটটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জোট বারিসন ন্যাশনাল কোয়ালিশনের বিরুদ্ধে লড়াই করবে। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর মাহাথির বিরোধী জোটের সঙ্গে জড়িত হন।

রাজনীতিতে যোগদানের আগে মাহাথির প্রথম জীবনে লাংগকাই দ্বীপে একজন মেডিক্যাল কর্মকর্তা হিসাবে কাজ করেছিলেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে দ্বীপটিকে তিনি দেশের প্রধান পর্যটন দ্বীপ হিসাবে গড়ে তোলেন। সিনহুয়া।

Advertisement