লালাবাজার ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা ও ফান্ড রাইজিং সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে লালাবাজার ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সাথে মতবিনিময় এবং আবু দৌলত ও শাহ জাকারিয়া (র:) মডেল মাদ্রাসার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা গত ২২ মে মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি নেতৃবৃন্দসহ এলাকার বাসিন্দারা স্বপরিবারে অংশনেন। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: আব্দুল বারী। এম এনামুল হক ও আবেদ রাজার যৌথ পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিসহ বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, কাউন্সিলার সদরুজ্জামান খান, টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার খালেছ উদ্দিন আহমদ, নাজির বাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের সভাপতি মো: মশাহিদ হোসেন, কমিউনিটি নেতা আব্দুল হক আবু, মাদ্রাসার কমিটির বর্তমান সভাপতি মো: আব্দুল বাতিন, শিক্ষানুরাগী প্রফেসর মাসুদ আহমদ, ব্যবসায়ী সফিক উদ্দিন শিকদার, কমিউনিটি নেতা মো: আব্দুল কাদির, ইকবাল আহমদ, মৌলানা ফখরুল ইসলাম, মুহিবুর রহমান, মশাহীদ আলী, শোয়েব আহমদ চৌধুরী, সিরাজ মিয়া, খায়রুল ইসলাম, রাশেদ চৌধুরী, শায়িস্তা মিয়া, শেখ শামছুল ইসলাম, আব্দুল জলিল, শাহ শোয়েবুল হক, শাহ খায়রুল হক, ইসমাইল আলী লিটন প্রমুখ।

আলোচনা সভার শেষ পর্যায়ে মাদ্রাসার জন্য ফান্ড রাইজিং ও দোয়া পরিচালনা করেন মাওঅনা আব্দুর রহমান মাদানী। পরে মাদ্রাসার উন্নয়নের জন্য ২১ সদস্য বিশিষ্ট ইউকে কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন আহবায়ক আলহাজ্ব আব্দুল বারী, যুগ্ম আহবায়ক আব্দুল বাতিন, আব্দুল হক আবু, এম এনামুল হক, সদস্য সচিব আবেদ চৌধুরী, সদস্য মো: মশাহিদ হোসেন, ইকবাল আহমদ, সুরত আলী, শুয়েব আহমদ চৌধুরী, আব্দুল কাদির, এম এ আলী, মিছবাহুল বারী, শাহ খয়রুল হক, শামীম আহমদ, মুহিবুর রহমান, মনসুর আহমদ, মৌলানা ফখরুল ইসলাম, রফিক উদ্দিন, মশাহিদ আলী। সংবাদ বিজ্ঞপ্তি

Advertisement