বিহারের ১৭টি জেলার ৯৪টি আসনের ভাগ্য আজ ঠিক হবে। মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ।
৪১ হাজার ৩৬২ বুথে এরা মত প্রদান করছেন। ভোটগ্রহণ সকাল থেকে চলেছে।
নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের কেন্দ্রেও আজ ভোট। লালুর রাষ্ট্রীয় জনতা দল ২৮টি আসনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরাসরি লড়ছেন। ২৪টি আসনে আর জেডি’র প্রতিদ্বন্দ্বী জেডিইউ। এই লড়াইয়ে আর একজনের উল্লেখযোগ্য ভূমিকা আছে। তিনি লোক জনশক্তি পার্টির প্রয়াত নেতা রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ। বলিউডে নায়ক হতে গিয়েছিলেন চিরাগ। ব্যর্থ হয়ে ফিরেছেন। এবারের বিহার ভোট তার জন্য কি চিত্রনাট্য রচনা করছে? জানা যাবে ১০ই নভেম্বর।
Advertisement