ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ার এলাকার লিডসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় ৪ তরুন নিহত হয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাত ২টা ৪০ মিনিটের দিকে হর্সফোর্থ এলাকার এ৬১২০ রিংরোডে একটি কার এবং উবার ট্যাক্সির মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার তরুন নিহত হয়। তাদের বয়স যথাক্রমে ১৮, ১৯, ১৯ এবং ২১ বছর। নিহতদের সঙ্গে থাকা আরো দুই কিশোরী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিতসাধীন রয়েছে। এরমধ্যে ১৬ বছর বয়সী কিশোরীর অবস্থা সংকটাপন্ন এবং ১৭ বছর বয়সী কিশোরী ঝুঁকিমুক্ত বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে ৪২ বছর বয়সী উবার ড্রাইভারও আহত হয়েছেন। তবে তিনি ঝুঁকিমুক্ত বলেও পুলিশ নিশ্চিত করেছে। উবার ড্রাইভার ব্রাডফোর্ডের বাসিন্দা।
পুুলিশ জানিয়েছে, নিহত চার তরুন এবং আহত দুই কিশোরী সিট লিয়ন নামের একটি কারে চড়ে লোকাল এলাকা থেকে তাদের বাড়ি ফিরছিল।
Four young men died and a teenage girl was left critically ill in a collision involving a car and a taxi in the early hours.
The four men, aged 18, 19, 19, and 21, died at the scene on the A6120 outer ring road, West Yorkshire Police said.
Their Seat Leon “was travelling at speed” when it crashed in Horsforth at about 02:40 BST, the force said.
Two girls, aged 16 and 17 also in the car, were taken to hospital. The Uber taxi driver was also seriously hurt.
The 16-year-old remains in a critical condition and the 17-year-old’s injuries are not considered life threatening, the force said.
All six people that were in the car come from the local area, said police.
The driver of the taxi, a 42-year-old man from Bradford, is also being treated in hospital but his condition is not considered life threatening.