লিবিয়া উপকূল থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার

শুক্রবার লিবিয়ার উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ৪৭ জন অভিবাসীকে। ওশিন ভাইকিং নামের একটি জাহাজ তাদেরকে বিপর্যস্ত অবস্থা থেকে উদ্ধার করে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ফাইবারগ্লাসে তৈরি একটি বোটে করে ওইসব অভিবাসী ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে বেশির ভাগই ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সুদানের নাগরিক। এনজিও এসওএস মেডিটেরানি টুইটে এসব তথ্য দিয়েছে। বলা হয়েছে, উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে চারজন সিঙ্গেল নারী, একটি চার বছর বয়সী শিশুকন্যা ও তার পিতা ছিলেন। এছাড়া ছিল নিঃসঙ্গ প্রায় ১০ টি শিশু বা কিশোর। উদ্ধার করে তাদেরকে এখন দেখাশোনা করছে এই এনজিও। উল্লেখ্য, মধ্য ভূমধ্যসাগর অভিবাসী পাচারের সবচেয়ে বিপজ্জনক একটি রুট। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এমনটাই মনে করছে।জাতিসংঘের এই এজেন্সির হিসাবে এ বছর শুরু থেকে এ পর্যন্ত সেখানে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ১৭২৮ জন অভিবাসী।

Advertisement