লিভারপুলে দিনে দুপুরে গুলি করে খুন : Man shot dead by cyclist in Liverpool street

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের লিভারপুল শহরে দিনে দুপুরে গুলি করে একজনকে খুন করা হয়েছে। একজন সাইকেল চালকের গুলিতে ২৭ বছর বয়সী এক ব্যক্তি খুন হন বলে পুলিশ জানিয়েছে।

মার্সিসাইড পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে লিভারপুলের কর্নউড ক্লোসে এই ঘটনা ঘটে। সাইকেল চালক দিনে দুপুরে স্ট্রীটে অন্য ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ এবং অন্যান্য জরুরী সার্ভিস এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সেখানে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনাকে হত্যাকান্ড বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। এর সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ২০ বছর বয়সী এক লোককে খুঁজছে পুলিশ। তার গায়ে কমলা রংয়ের জ্যাকেট পরা ছিল। তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে হওয়ায় এ বিষয়ে এর বেশি কিছু বলতে চায়নি পুলিশ।

A 27-year-old man has been shot dead by a cyclist in Liverpool, police have said.

Emergency services were called to Cornwood Close, Belle Vale, shortly before 11:30 BST following reports a man had been shot in the street.

He was treated at the scene for critical injuries to the head and torso, but was pronounced dead in hospital.

Detectives said they had launched a murder investigation.

A Merseyside Police spokesman said they were looking for a man, in his late 20s, dressed in black and with a high-vis orange jacket.

Det Ch Supt Natalie Perischine said: “The investigation into this shocking incident is in its very early stages.

Advertisement