লুটন এয়ারপোর্টে যাত্রীদের মারামারি

লুটন এয়ারপোর্টে যাত্রীদের মধ্যে মারামারি ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছেন। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে/ শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে/ প্রধান ডিপার্টচার লাউঞ্জে এই মারামারির ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে/ লাউঞ্জের সিটে বসা যাত্রীরা একে অপরকে কিল, ঘুষি মারছেন। এমনকি একজনকে মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে। এ সময় অন্যযাত্রীরা চিকৎকার করে মারামারি বন্ধের আহ্বানও জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত ১৬ জনকে গ্রেফতার করে। এরমধ্যে ১১ জনকে চার্জ করেছে পুলিশ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের ভেতরে। আরো ৫ জনকে কোনো ধরনের অভিযোগ ছাড়াই মুক্তি দিয়েছে পুলিশ। এ ঘটনার জন্যে অন্যান্য যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisement