লেবাননের রাজনীতিবিদদের মধ্যে ঐক্য চায় ইরান

ব্রিট বাংলা ডেস্ক :: লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির পদত্যাগের পর দেশটির রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মওসাভি এক বিবৃতিতে বলেছেন, লেবাননের জনগণের কথা বিবেচনা করে দেশটির সব রাজনীতিককে ঐক্যবদ্ধ হতে হবে। খবর রয়টার্সের।

ইরান আশা করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এ জটিল পরিস্থিতি অত্যান্ত বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করবে লেবানন।

টানা বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। সিএনএন জানায়, সরকারের দুর্নীতি, নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে লেবাননের মানুষ।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে সাদ হারিরির পদত্যাগ দাবি করে তারা। লেবাননে বছরের অন্যতম বড় এ বিক্ষোভ শুরু হয় মূলত সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের ভিডিওকলের ওপর করারোপের সিদ্ধান্তকে ঘিরে।

যদিও প্রতিবাদের মুখে সরকার এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তিনবারের প্রধানমন্ত্রী হারিরি একটি জাতীয় ঐক্য সরকারের নেতৃত্বে ছিলেন। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয়েকটি বিরোধী দলও। টানা বিক্ষোভে অচল হয়ে পড়ে লেবাননের বড় শহরগুলো।

Advertisement