ব্রিটবাংলা ডেস্ক : ছায়ামন্ত্রী পরিষদ গঠন করেছেন ইউকে লেবার পার্টির নবনির্বাচিত নেতা স্যার কিয়ার স্টারমার। আর এতে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী এমপি লিসা নন্দীকে শেডো ফরেন সেক্রেটারীর দায়িত্ব দিয়েছেন তিনি। তবে অপর প্রতিদ্বন্দ্বী রেবেকা লং বেইলি স্থান পাননি স্যার কিয়ারের ছায়ামন্ত্রী পরিষদে। আর দলের নবনির্বাচিত ডেপুটি লিডার এমপি এন্জেলা রেইনারেক বানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান।
লিসা নন্দী
এন্জেলা রেইনার
শেডো কেবিনেটের অন্যান্য সদস্যরা হলেন শেডো চ্যান্সেলার এ্যানালিসা ডডস, শেডো হোম সেক্রেটারীর দায়িত্ব পেয়েছেন নিক থমাস সায়মন্ড। তবে শেডো হেলথ সেক্রেটারী হিসেবে বহাল রয়েছেন জন এশওয়ার্থ। এছাড়া শেডো ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারী হিসেবে রয়েছেন রিচেল রিভস। তিনি এড মিলিবান্ডের নেতৃত্বে শেডো কেবিনেটে একই পদে ছিলেন।
শেডো কেবিনেটের বাকী সদস্যের নাম সোমবার নাগাদ ঘোষণা হতে পারে। এদিকে দেশের ক্রান্তিকাল মোকাবিলায় লেবার এমপিরা কোভিড ১৯ কমিটিও গঠন করেছেন নতুন লিডারের নেতৃত্বে।
এউল্লেখ্য গত ১২ ডিসেম্বরের নির্বাচনে পরাজিত হবার পর বর্ষিয়ান রাজনীতিক জেরেম করবিনের নেতৃত্ব ছাড়ার ঘোষনা দিয়ে দলের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। গত তিন মাসে সমস্ত প্রক্রিয়া ও ভোটাভুটি শেষে ৪ এপ্রিল নতুন নেতার নাম ঘোষণা করে পদ ছাড়েন তিনি।
লিডারশীপ নির্বাচনে স্যার কিয়ার স্টারমার পান ৫৬ দশমিক ২ শতাংশ ভোট। দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী রেবেকা লং বেইলি পান ২৭ দশমিক ৬ শতাংশ এবং তৃতীয় প্রতিদ্বন্দ্বী লিসা নন্দী পান ১৫ দশমিক ২ শতাংশ ভোট।