লোডশেডিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন ধোনির স্ত্রী

ব্রিট বাংলা ডেস্ক :: লোডশেডিং জিনিসটা অবশ্যই বিরক্তিকর। আর সেটা যদি নিত্য দিনের সমস্যা হয় তবে কথাই নেই। এমনই এক পরিস্থিতিতে আছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী।

লোডশেডিং নিয়ে নিজের বিরক্তির কথা সম্প্রতি টুইট করে জানিয়েছেন সাক্ষী। পোস্টে রাঁচীতে নিত্যদিনের লোডশেডিংয়ের বিষয়টি তুলে ধরেছেন তিনি। লিখেছেন, ‘রাঁচীর লোকজন প্রতি দিন লোডশেডিংয়ের মুখোমুখি। রোজ গড়ে চার থেকে সাত ঘণ্টা লোডশেডিং হচ্ছে।’ গত বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টা লোডশেডিং ছিল ধোনির বাড়িতে। তার পরই এই পোস্ট করেন সাক্ষী।

সেই টুইটে সাক্ষী বলেছেন, ‘এখন কোনও উৎসব নেই। আবহাওয়াও ভাল। তা সত্ত্বেও রোজ লোডশেডিং। আশা করছি কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।’ এই টুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। রাঁচীর বাসিন্দারা সাক্ষীর সুরে সুর মিলিয়ে বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

Advertisement