ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের ল্যাঙ্কারশায়ারের ব্ল্যাকবার্নে দুর্বৃত্তদের ভুল টার্গেটে পড়ে গুলিতে প্রাণ গেল ১৯ বছর বয়সী তরুণী আয়া হাশেমের। রোববার দিনে বিকেল ৩টার দিকে কিং স্ট্রীটে সুপার মার্কেট লিডিলের কাছে একটি টয়োটা গাড়ি থেকে গুলি করা হয় তাকে।
সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়া হাশেমকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তিন পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বয়স ৩৩, ৩৬ এবং ৩৯ বছর। তারা পুলিশ হেফাজতে রয়েছে।
পরবর্তীতে ওয়েলিংটন স্ট্রীট থেকে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় টয়োটা এভেনসিস গাড়িটি উদ্ধার করে। গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হল এসভি৫৩ ইউবিপি। এ বিষয়ে কারো কাছে কোন তথ্য থাকলে পুলিশকে অবহিত করার জন্যে আহ্বান জানানো হয়েছে।
এদিকে নিহত আয়া হাশেমের পরিবারে চলছে শোকের মাতম। তারা চার ভাই বোন। ৯ বছর আগে নতুন জীবনের আশায় সে লেবান থেকে ব্রিটেনে পাড়ি জমিয়েছিল। ব্ল্যাকবার্নে আয়া চিলড্রেন সোসাইটির একজন ট্রাস্টি হিসেবে ভলান্টিয়ারি করত। তদন্ত শেষে আয়া হাশেমের মরদেহ দাফনের জন্যে লেবাননে পাঠানো হবে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।