শান্তিচুক্তির ২ দিন পরেই তালেবানদের হামলা শুরুর নির্দেশ

ব্রিট বাংলা ডেস্ক :: শান্তি স্থাপনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের ঠিক দু’দিন পরেই আফগানিস্তানের সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে হামলা শুরু করার জন্য নিজেদের যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবানরা। সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে খোস্তে একটি ফুটবল মাঠে বিস্ফোরণ হয়। এতে নিহত হয়েছেন তিন ভাই। তবে তাৎক্ষণিকভাবে এর দায় স্বীকার করে নি কেউ। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, তালেবানরা তাদের যোদ্ধাদেরকে আফগানিস্তানের সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে হামলা শুরুর নির্দেশ দিয়েছে যে সময়ে, ঠিক সেই একই সময়ে ওই বিস্ফোরণ হয়। এতে দৃশ্যত আনুষ্ঠানিকভাবে তারা সহিংসতা কমিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তা যেন শেষ হয়ে এসেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সহিংসতা কমিয়ে আনা শেষ হয়ে গেছে। এখন থেকে আমাদের অপারেশন স্বাভাবিক গতিতে অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আমাদের মুজাহিদরা বিদেশী কোনো বাহিনীর বিরুদ্ধে হামলা চালাবে না। আমাদের অপারেশন অব্যাহত থাকবে কাবুল প্রশাসনের বিরুদ্ধে। তালেবানরা বার্তা সংস্থা এএফপিকে যে ডকুমেন্ট দিয়েছে তাতে অপারেশন শুরু করার জন্য নিজের যোদ্ধাদের কাছে নির্দেশনা বিলি করেছে তালেবানদের সামরিক কমিশন। এর অল্প পরেই আফগানিস্তানের একজন সেনা কমান্ডার বলেছেন, তালেবানরা বাদঘিস প্রদেশে সেনাবাহিনীর অবস্থানস্থলে হামলা করেছে। এতে কমপক্ষে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের সম্পাদিত চুক্তির অংশবিশেষ তিনি মানবেন না। ওদিকে ফুটবল মাঠে হামলার নেপথ্যে কে এ বিষয়ে যুক্তরাষ্ট্র পরিষ্কার করে জানতে পারে নি বলে জানানো হয়েছে।

Advertisement