কফি পানের প্রস্তাব দিয়ে এক ছাত্রীকে শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমন দাশের বিরুদ্ধে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ মঙ্গলবার দুপুরে ওই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তৃতীয় বর্ষের এক ছাত্রী লিখিতভাবে শারীরিক হেনস্তার অভিযোগ করেছিলেন।ওই ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, গতকাল বেলা দুইটার দিকে ওই ছাত্রী পড়াতে যাওয়ার পথে নগরের মদিনা মার্কেট এলাকায় পথ আটকে মুঠোফোন নম্বর চান সুমন দাশ। তিনি মুঠোফোন নম্বর দিলে তাঁকে একাধিকবার কল করে কথা বলার চেষ্টা করেন ওই ছাত্র। পড়ানো শেষ করে ওই ছাত্রী ফেরার সময় সুমন কফি পানের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় সুমন ওই ছাত্রীকে জোর করে কফি খেতে নিয়ে যাওয়ার পাশাপাশি শারীরিকভাবে হেনস্তা করেন।এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল প্রথম আলোকে বলেন, রাতেই ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে ওই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে বিষয়টি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন ও নিপীড়ন সেলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তায় ছাত্রকে সাময়িক বহিষ্কার
Advertisement