শি’কে মৌখিক বার্তা পাঠলো কিম

ব্রিট বাংলা ডেস্ক :: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মৌখিক বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এমনটি জানিয়েছে।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন যেখানে তিনি সাফল্যের সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্য শি’কে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে সম্প্রতি সামরিক মহড়া নিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যপক সমালোচনা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এক সামরিক প্রতিনিধি শুক্রবার বলেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া মারাত্মক উস্কানিমূলক ছিল যা প্রতিক্রিয়া দাবি করে।

Advertisement