শিশু রোগিদের যৌন হয়রানীর দায়ে লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রীট হাসপাতালের সাবেক পোর্টারের যাবজ্জীবন দন্ড

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রীট হাসপাতালের সাবেক পোর্টার পাউয়েল ফ্যারলকে যাবজ্জীবন দন্ড দিয়েছেন উডগ্রীন ক্রাউন কোর্টের বিচারক। তাকে অন্তত ১৮ বছর জেল খাটতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন তিনি ।

৫৫ বছর বয়সী সাবেক পোর্টার পাউয়েল ১৯৮৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩৫ বছরের কর্মজীবনে লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রীট হাসপাতালে অন্তত ৮জন শিশুকে যৌন হয়রানীর অন্তত ৬৯টি অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছে।

শিশুদের যৌন হয়রানীর সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে গত বছরের জানুয়ারীতে তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতের শুনানিতে বলা হয়েছে, হাসপাতালে প্রায় ৩৫ বছরের কর্মজীবনে অভিযুক্ত পাউয়েল ৫শ ৬০ থেকে অন্তত ১ হাজার যৌন হয়রানীর ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নির্যাতনের শিকার শিশুদের বয়স ৫ থেকে ১৩ বছর বয়সের ভেতরে। হাসপাতালে সে শিশু রোগীদের সঙ্গে অভিভাবকের আচরণ করত। বিশেষ করে যেসব শিশুদের সঙ্গে অসদাচরন করত তাদের অভিভাবকদের সে সর্বদা সহযোগিতা করত।

পাউয়েল ফ্যারল উত্তর লন্ডনের ক্যামডেনের বাসিন্দা। দুদিনের শুনানি শেষে সোমবার তার সাজার মেয়াদ ঘোষণা করা হয়।

Advertisement