শুরু হয়েছে বিমানবন্দরে হাতে সিল মারা; ‘প্রাউড টু প্রটেক্ট বাংলাদেশ’

ব্রিট বাংলা ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরে আসা বাংলাদেশিদের হাতে সিল মেরে দেওয়া হচ্ছে। সিলে কত তারিখ পর্যন্ত হোম কোয়েরেন্টিনে বা ঘরে থাকতে হবে তা লিখে দেওয়া হচ্ছে।

রাজধানীর হজরত শাহজালাল বিমান বন্দর কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার থেকে এই সিল মেরে দেওয়ার কাজ শুরু করেছে। সিলে লেখা: প্রাউড টু প্রটেক্ট বাংলাদেশ; হোম কোয়ারেন্টিনড আনটিল …(তারিখ)।

ইমিগ্রেশন অফিসার ইনচার্জ গণমাধ্যমকে বলেন, আমরা বিদেশফেরতদের হাতে সিল মেরে দেওয়ার কাজ শুরু করেছি। সিলে কত তারিখ পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টিন বা ঘরে অন্তরীন থাকতে তাও লিখে দেওয়া হচ্ছে। বিশ্বের অনেকে দেশেই এই পদ্ধতি চালু করা হয়েছে। তা দেখেই আমরাও চালু করেছি।’

‘সিল মেরে দেওয়া হচ্ছে যাতে কেউ যদি হোম কোয়ারেন্টিনে থাকার আদেশ অমান্য করে ঘরের বাইরে বের হয় তাহলে যেন আইনশৃঙ্খলাবাহিনী এবং সমাজের অন্য লোকরা তাদেরকে ঘরে ফেরত পাঠাতে পারে।’

Advertisement