শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে কভেন্ট্রি আওয়ামীলীগের সভা

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে কভেন্ট্রি আওয়ামীলীগের উদ্যোগে গত সোমবার রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় এক শোকসভা ও দোয়া মাহফিল। স্থানীয় আওয়ামীলীগের সভাপতি মোকাদ্দছ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় জিনাত মিলনায়তনের উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দাম্পটন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ। স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মিদের উপস্থিতিতে কভেন্ট্রি আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সালামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং ২১আগষ্টের নিহত সকল শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। আগষ্ট মাসের শোক গাঁথা আওয়ামীলীগের স্মৃতি স্মরণ করে সভায় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগের সহসভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদ, দেওয়ান আলী আজগর, আব্দুল মুকিত চৌধুরী, সলিসিটর মায়া আলী, নর্দাম্পটন আওয়ামীলীগের সহসভাপতি মখলিছ মিয়া, কভেন্ট্রি যুবলীগের সভাপতি হোসেন আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের সহ সাংস্কৃতিক সম্পাদক এম এ ফাত্তাহ, কভেন্ট্রি যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিরসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেন। সভাপতি তার বক্তব্যে প্রধান বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করে বিরোধীদলীয় রাজনীতিতে যোগ দেয়ার আহবান জানান। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ২১আগষ্টের নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি

Advertisement