ব্রিটবাংলা রিপোৰ্ট:কিংডম সলিসিটর সেবা ও আস্থার প্রতিক হিসেবে কমিউনিটিতে অবস্থান করে নিয়েছে৷
সেবার মাধ্যমে স্বল্প সময়ে আস্থার এবং ভরসার স্থান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
পূর্বলন্ডনের স্বনামধন্য আইনী প্রতিষ্ঠান কিংডম সলিসিটরস এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে বিলেতের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি বৃন্ধ ও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিশিষ্ট জন আইনজীবিরা উপস্থিতছিলেন ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্টানের শুরুতে এর প্রিন্সিপাল বিলেতের কমিউনিটির পরিচিত জন ব্যারিস্টার তারেক চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন,শ্রম মেধা সততা দিয়ে নিজেকে প্রমাণ করার প্ৰচেষ্টা সব সময় থাকে ৷
একজন ভালো মানুষ হিসাবে নিজেকে তৈরী কাজের ক্ষেত্রে এমন কি সমাজ ও পারিবারিক ও কমিউনিটিতে নিজেকে গড়ার জন্য চেষ্টা সব সময় চলমান ৷
শুরুবার ২৬ডিসেম্বর ম্যানরপার্কের একটি চার্চ হলে আয়োজিত এ প্রাণবন্ত অনুষ্ঠানটির আয়োজক কিংডম সলিসিটরস এর প্রিন্সিপাল ও সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরীর পক্ষ থেকে প্রতিষ্ঠানের সকল সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
এর পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যারিষ্টার তারেক চৌধুরীর হাতে ফুল উপহার প্রদান করা হয়।শুভেচ্ছা প্রদান পর্ব পরিচালনা করেন কিংডম সলিসিটরস এর এডভাইজার তৌহিদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাসপাশা,চ্যানেল আই ইউরোপেরএমডি রেজা আহমদ ফয়সল চৌধুরীশোয়েব,সাপ্তাহিক পত্রিকা সম্পাদকএমদাদুল হক চৌধুরীএমাদ,ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ,সিনিয়র সাংবাদিক বিশিষ্ট মুক্তিযুদ্ধা আবু মুসা হাসান,কলামিস্ট ফরিদ আহমদ রেজা,জনমতের ম্যানেজিং ডাইরেক্টার আমিরুল চৌধুরী সাপ্তাহিক সুরমা সম্পাদক কবি আহমদ ময়েজ,সাপ্তাহিক জনমতের এমডি আমিরুল চৌধুরী ,সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ ,ইকরা বাংলা টিভির জিএম হাসান হাফিজুর রহমান পলক,লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব রহমান,ট্রেজারার ও ইক্করা বাংলা টিভির প্রোডিউসার আ স ম মাছুম ,সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোবহান ,কমিনিকেশন সেক্রেটারী ও ইউকেবিডি টাইমস এর প্রধান সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ূম,ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ,সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী ,ইউরো বাংলার সাবেক সম্পাদক আব্দুল মোনিম ক্যারল,বেতার বাংলার পরিচালক মোস্তাক বাবুল ,সানরাইজ রেডিও ও নতুন দিনের সাবেক পরিচালক মিছবাহ জামাল ,কবি হামিদ মোহাম্মদ,সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক সৈয়দ মনসুর উদ্দিন ,বিডি নিউজ এর অন্যতম এডিটর বিশ্বজিৎ দাস ওয়ান বাংলা নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েছ ,ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু,চ্যানেল এসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি কাইয়ুম আব্দুল্লাহ ,চ্যানেল এসের সিনিয়র সংবাদ পাঠিকা ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার ,নারী ম্যাগাজিনের সম্পাদিকা শাহনাজ সুলতানা,নতুন দিনের পলি রহমান,আব্দুল হান্নান ,এস এ টিভির স্পেশাল করেসপন্ডন্ট হেফাজুল করিম রাকিব,এনটিভির নিউজ এডিটর মাহবুব আলী খানসূর, রিপোর্টার আব্দুল্লাহ আলমাহমুদ ,টিভি ওয়ানের ক্রিয়েটিভি ডাইরেক্টর আপেল মাহমুদ,রিপোর্টার আজহার ভূইয়া,নিউজ প্রোডিউসার মিছবাহ মাহফুজ,প্রোডিউসার মহি উদ্দিন কাদের ,ব্রিকলেইন সম্পাদক জুয়েল রায় সাপ্তাহিক বাংলা পোস্টের ম্যানেজার বকসী রাশেদ আদনান,ওয়ান বাংলার আব্দুল বাছিত রাফি,আবুল কালাম,এটিএন বাংলার মাহফুজ আহমদ।
আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন জাজ ব্যারিষ্টার বেলায়েত হোসেন ,ডাক্তার আনোয়ারা আলী,ব্যারিস্টার আতাউর রহমান,ব্যারিস্টার আবুল কালাম ,ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিষ্টার তাজ শাহ,ব্যারিস্টার মনোয়ার হোসেন ,ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ,নাশিদ রহমান ,ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমানপ্রমূখ ।
নৈশ্য ভোজের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এরপর র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয়।