সিলেট অফিস :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন৷
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
কাউন্সিলর আব্দুল আহাদের পারিবারিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্সিলর আব্দুল আহাদ বেশ কয়েকদিন যাবত থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন৷ সোমবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
জানা গেছে, যেহেতু মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন সেহেতু সংক্রমণ বিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরণ করে তার জানাজা ও দাফন করা হবে৷
Advertisement