সংসদে বাজেট উপস্থাপন শুরু

বাজেট উপস্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নেন অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন। জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বৃহস্পতিবার বিকেল ৩টার পর বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।বাজেট উপস্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নেন অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ দশমিক ২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৭০ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়।

প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। এ হার গত বাজেটে ছিল ৫ দশমিক ৫ শতাংশ।প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নির্বাহ করার প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত বাজেটে বৈদেশিক অনুদান দশমিক ৫ শতাংশ, বৈদেশিক ঋণ ১৩ দশমিক ৫ শতাংশ, অভ্যন্তরীণ ঋণ ২০ দশমিক ৪ শতাংশ, কর ব্যতীত প্রাপ্তি ৬ দশমিক ৬ শতাংশ, এনবিআর বহির্ভূত কর ২ দশমিক ৬ শতাংশ ও এনবিআর নিয়ন্ত্রিত কর ৫৬ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে।খাতভিত্তিক সম্পদ বিভাজনের ক্ষেত্রে শিক্ষা ও প্রযুক্তিতে ১৩ দশমিক ৭ শতাংশ, পরিবহন ও যোগাযোগে ১১ দশমিক ৫ শতাংশ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ৬ দশমিক ৫ শতাংশ, জ্বালানি ও বিদ্যুতে ৪ দশমিক ৬ শতাংশ, স্বাস্থ্যে ৫ শতাংশ, কৃষিতে ৫ দশমিক ৭ শতাংশ, প্রতিরক্ষায় ৫ দশমিক ৫ শতাংশ, জনপ্রশাসনে ২২ শতাংশ, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে ৫ দশমিক ৩ শতাংশ, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ৪ দশমিক ২ শতাংশ, গৃহায়ণে ১ শতাংশ, বিনোদন, সংস্কৃতি ও ধর্মে দশমিক ৭ শতাংশ, শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে দশমিক ৭ শতাংশ, সুদে ১২ দশমিক ৪ শতাংশ এবং বিবিধ ব্যয়ে ১ দশমিক ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট।

Advertisement