সংহতি গ্রন্থমেলা আগামী ১৫ অক্টোবর

সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে সংহতি গ্রন্থমেলা২০১৭এর আয়োজন করা হয়েছে।

আগামী ১৫ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনে ব্রার্ডি আর্ট সেন্টারে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। গ্রন্থমেলাকে ঘিরে থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান মালা- স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি,বিষয় ভিত্তিক আলোচনা,মুক্ত আলোচনা এবং ২০১৭ সালে একুশে বই মেলায় প্রকাশিত বিলেত প্রবাসী লেখকদের বই এর মোড়ক উন্মোচন ও মৌলিক গান।

বিলেতে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলাভাষি বই, প্রকাশনা বিষয়ে জানা এবং লেখক-পাঠক মেলবন্ধনের সুযোগটি কাজে লাগানোর সুযোগ রয়েছে সংহতি গ্রন্থমেলায়। বাংলাভাষি লেখক,পাঠক, সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের মেলায় অংশ গ্রহন এর জন্য সংহতি সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বই মেলায় আগ্রহী অংশগ্রহণকারী কবি সাহিত্যকদের সংহতি গ্রন্থমেলা উপকমিটি ২০১৭ সাথে স্ব স্ব বিষয়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বুক স্টল:

ময়নূর রহমান বাবুল-০৭৯৩২২৬৯৪৪৫,এম মোসাইদ খান-০৭৮৭২৬১৫৭৩৩
কবিতা পাঠ ও অনুষ্ঠান : রেজুয়ান মারুফ-০৭৯৪৩২৮২৮৪২, আনোয়ারুল ইসলাম অভি-০৭৯০৪৯৭১৯৭১, মুনিরা পারভিন-০৭৯৩২৮২১৩২৬

Advertisement