সাতই জুলাই রবিবার ২০১৯ ইং সংহতি সাহিত্য পরিষদ লন্ডন এর আয়োজনে বরেণ্য কথাসাহিত্যিক, সহকারী সম্পাদক প্রথম আলো, সম্পাদক কিশোর আলো, কবি আনিসুল হক এর সাথে পূর্বলন্ডনের ব্রার্ডি আর্টস সেন্টারের থিয়েটার হলে বিলেতের একঝাঁক কবি সাহিত্যিক সাংবাদিক কণ্ঠশিল্পী ও আবৃত্তিশিল্পীগণ এক বিশেষ সাহিত্য আড্ডায় মেতে উঠেন।
আড্ডায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি অনুবাদক সাংবাদিক কাদের মাহমুদ।কবি আনিসুল হকের বিখ্যাত উপন্যাস “মা”এর অংশ বিশেষ পাঠের মাধ্যমে আড্ডা শুরু হয় পাঠে অংশ নেন বিলেতের জনপ্রিয় আবৃত্তিশিল্পী মুনিরা পারভীন। অতঃপর প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে আসন গ্রহন করেন সংহতি সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি কবি ছড়াকার নাট্যকার আবু তাহের, সাধারণ সম্পাদক কবি সৈয়দা তুহিন চৌধুরী, অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বিলেতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিতা তাহের ও রওশনারা মণি, আড্ডার শুরুতে সৈয়দা তুহিন চৌধুরী প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত সবার প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন পূর্বক স্বাগত বক্তব্য রাখেন। আড্ডায় “পরী” খ্যাত গানের গীতিকার শেখ রানা তাঁর লেখা তিনটি গান পরিবেশে করেন তাঁকে গীটারে সহায়তা দেন মিলন বিশ্বাস। আড্ডাটির প্রাণবন্ত সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ছড়াকার রেজওয়ান মারুফ। আড্ডায় বিলেতের স্বনাম ধন্য কবিগণ তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং আবৃত্তি শিল্পীগণ বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন , কবিতা পাঠ এবং আবৃত্তির ফাঁকে ফাঁকে অতিথিগণ,বিলেত এবং বাংলাদেশের সাহিত্য বিষয়ক বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা করেন আড্ডার শেষ অংশে প্রধান অতিথি কবি আনিসুল হক উপস্থিত দর্শকদের এক প্রাণবন্ত প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। আড্ডার সমাপ্তি টেনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ছড়াকার আবু তাহের।
আড্ডায় স্বরচিত কবিতা পাঠে যারা অংশ নেন ;
কবি মাজেদ বিস্বাস,মজিবুল হক মনি,আতাউর রহমান মিলাদ,আহমদ ময়েজ,মোহাম্মদ মুহিদ, ,সামসুল হক এহিয়া, সৈয়দ রুম্মান,ইকবাল বাল্মিকি,এ কে এম আব্দুল্লাহ, এম মোসাইদ খান, সাইফ উদ্দিন বাবর,শামিম আহমদ, সেবুল আহমদ,খয়রুজাম্মান খসরু,নজরুল ইসলাম,শামীম শাহান,মোহাম্মদ ইকবাল গুলসানারা রুভি আবু সুফিয়ান। ইয়াসমিন মাহমুদ পলিন,মুনিরা পারভীন,মোস্তফা জামান নিপুন, শতরূপা চৌধুরী, তৌওহিদ শাকিল,মিজবাহ জামাল।
ছড়াপাঠ করেন শাহাদত করিম, রেজুয়ান মারুফ।