সপ্তাহের ব্যবধানে ফের ৯ জনের মৃত্যু দেখলো সিলেট

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ফের ৯ জনের মৃত্যু দেখলো সিলেট বিভাগ। যা এখন পর্যন্ত বিভাগে একদিনে রেকর্ড মৃত্যু।গতকাল মঙ্গলবার সকাল ৮টার পর থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন এলাকায় এদের মৃত্যু হয়। এর আগে চলতি মাসের ৭ তারিখ একইসংখ্যক মৃত্যুর সাক্ষী হয় সিলেট।বুধবার (১৪ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

Advertisement