সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুযোগের সুপারিশ

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সুযোগ করে দেয়ার সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং মো. মহিববুর রহমান এতে অংশগ্রহণ করেন।সভায় কমিটির ১৬তম বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়ানোর সুপারিশ করা হয়।কমিটিতে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে গৃহিত পদক্ষেপসমূহের বিষয়ে আলোচনা করা হয়।সভায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কার্যক্রম সম্পর্কে আলোচনা করে এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement