সম্রাটকে নিয়ে কাকরাইলে র‍্যাবের অভিযান (ভিডিওসহ)

ব্রিট বাংলা ডেস্ক :: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সঙ্গে নিয়ে রাজধানীর কাকরাইলের অবস্থিত তাঁর কার্যালয় ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান শুরু করেছে র‍্যাব। এর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।

সূত্র জানায়, র‍্যাব-১ এর সিও লে. কর্নেল সারওয়ার বিন কাশেমের নেতৃত্বে র‍্যাবের বিশেষ বাহিনী সিটিসি ভূঁইয়া ট্রেড সেন্টার ঘিরে রাখে। সেখানে আশপাশের রাস্তাঘাটের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ দুপুর ১টার দিকে সম্রাটকে নিয়ে র‍্যাবের বাহিনী কাকরাইলে পৌঁছায় ভূঁইয়া। বেলা সোয়া ১টার দিকে সম্রাটকে নিয়ে ওই কার্যালয়ে যায় র‍্যাব। ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর এই ভূঁইয়া ট্রেড সেন্টারে ছয় দিন অবস্থান করেছিলেন সম্রাট।

 

https://www.facebook.com/kalerkantho/videos/920665168288958/

ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকেই সম্রাট গ্রেপ্তার আতঙ্কে ভুগছিলেন। খালেদ গ্রেপ্তার হওয়ার পর সম্রাট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ও ফেনী সীমান্ত দিয়ে বিদেশে পালানোরও চেষ্টা করে ব্যর্থ হন। এরই মধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগযোগ করেও কোন সুবিধা করতে পারেননি। এক পর্যায়ে যখন বুঝতে পারেন দেশ থেকে পালানোর আর কোনো সুযোগ নেই, তখন ব্যাপক দুশ্চিন্তায় পড়ে যান।

এরপর বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে গত ১৯ সেপ্টেম্বর কাকরাইলে ঈশা খাঁ হোটেলের বিপরীতে অবস্থিত নিজ কার্যালয় এই ‘ভুঁইয়া ম্যানশনে’ অবস্থান নেন সম্রাট। সেখানে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সারারাত থাকেন। এরপর অবস্থা নিজের অনুকূলে না থাকায় সেখান থেকে সটকে পড়েন সম্রাট। চলে যান অনেকটা আত্মগোপনে। সর্বশেষ গোয়েন্দারা জানতে পারেন, তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে অবস্থান করছেন।

আজ রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালানো হয়। এ সময় চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে সহযোগী আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুঞ্জশ্রীপুর গ্রামের মুনির চৌধুরী নামের এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে ছিলেন তাঁরা। গ্রেপ্তারের পর তাঁদেরকে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর কার্যালয়ে আনা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকার ক্লাবে ক্যাসিনো বা জুয়ার আসর বসানো, মাদক ব্যবসা পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে সম্রাটের বিরুদ্ধে। তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে পুলিশ সদর দপ্তর।

Advertisement