ব্রিটবাংলা ডেস্ক : করেনো ভাইরাসে ক্ষতিগ্রস্ত দুই মিলিয়নের বেশি সেল্ফ এম্পলয়েড সরকারী গ্রান্টের জন্যে আবেদন করেছে বলে জানিয়েছেন চ্যান্সেলার ঋষি সোনাক। এই আবেদনের বিপরীতে অর্থের পরিমান হবে প্রায় ৬ বিলিয়ন পাউন্ডে বেশি। সোমবার তিনি পার্লামেন্টকে জানিয়েছেন আবেদন করার ৬ দিনের ভেতরে ক্ষতিগ্রস্তরা সরকারী সহযোগিতা পেয়েছেন।
সেল্ফ এমপ্লয়েডদের এই স্কীম এবং ফিউরলাপ পুরোপুরি পরিচালনা করছে এইচএম রেভিনিউ এন্ড কাস্টমস সংক্ষেপে এইচএআরসি। এইচএমআরসির পক্ষ থেকে প্রায় ৩ দশমিক ৫ মিলিয়ন সেল্ফ এমপ্লয়েডকে করোনা বিশেষ স্কীমে আবেদন করতে আহ্বান জানিয়েছে এইচএমআরসি।
Advertisement