প্রধানমন্ত্রিত্ব শেষ। এমপি পদেও ইস্তফা দিয়েছেন। এবার সাংবাদিকতায় যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইলে যোগ দিচ্ছেন একজন কলামনিস্ট হিসেবে। এতে সেন্সরবিহীন তার মতামত প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এ কাজের জন্য পার্লামেন্টারি কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তিনি এরই মধ্যে সমস্যায় পড়েছেন। কারণ, দুর্নীতি পর্যবেক্ষণকারী হোয়াইটহল বলছে, তিনি সাংবাদিকতায় যোগ দেয়ার বিষয়ে কোনরকম ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেননি। এ খবর দিয়েছে ওয়েলস অনলাইন। এতে বলা হয়, বরিস জনসনের কাছে তার নতুন কাজের বিষয়ে জানতে চেয়ে চিঠি লিখেছেন এডভাইজরি কমিটি অন বিজনেস অ্যাপয়েন্টস (অ্যাকোবা)-এর রক্ষণশীল দলের লর্ড এরিক পিকলস । এ খবরটি শুক্রবার টুইটারে নিশ্চিত করেছে ডানপন্থি ওই সংবাদ মাধ্যম ডেইলি মেইল।তারা বলেছে, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে মৌলিক লেখকদের একজনকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।এই ঘোষণার সঙ্গে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে বরিস জনসন বলছেন, ওই পত্রিকার উল্লেখযোগ্য, সাজানো পৃষ্ঠাগুলোতে তিনি অবদান রাখতে পারবেন বলে নিজে থ্রিল অনুভব করছেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন সম্পূর্ণ অপ্রকাশিত বিষয়ে তিনি লিখবেন। জনসন আরও বলেছেন, যখন তার কাছে ফিরে আসে, তখনই রাজনীতি নিয়ে লিখবেন। এই কলাম তাকে শক্তিশালী একটি প্লাটফর্ম দেবে, যা ব্যবহার করে তিনি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিরুদ্ধে কলম ধরতে পারবেন। সুনাকের সঙ্গে অনেকদিন ধরেই তার মনোমালিন্য চলে আসছে। খবরে বলা হয়েছে, প্রতি শনিবার ডেইলি মেইলে প্রকাশ পাবে বরিস জনসনের কলাম।
সাংবাদিকতায় যোগ দিচ্ছেন বরিস জনসন
Advertisement