কুমিল্লা সদর উপজেলার বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা চ্যানেল এস টেলিভিশনের কারেন্ট এফেয়ার্স এডিটর তানভীর আহমেদের মা ও সংবাদ পাঠিকা তানজিনা নূর ই সিদ্দীকীর শাশুরী, নাহিদ সুলতানা ১০ নভেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার হাতিরঝিল এলাকায় নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি দুই পুত্র সন্তান, এক মেয়ে, নাতী-নাতনি ও বহু আত্নীয় পরিজন রেখে গেছেন।
মরহুমার জানাজা বাদ আসর তার গ্রামের বাড়ি কুমিল্লার শহরের ধর্মপুর চৌমুহনীস্থ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে কুমিল্লা রেলওয়ে স্টেশন সংলগ্ন দরগা বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কুমিল্লা সদর উপজেলার বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা চ্যানেল এস টেলিভিশনের কারেন্ট এফেয়ার্স এডিটর তানভীর আহমেদের মা ও সংবাদ পাঠিকা তানজিনা নূর ই সিদ্দীকীর শাশুরী নাহিদ সুলতানার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষাপ্রতিমন্ত্রী মহিবুল হাসান, ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম, মিনষ্টার প্রেস আশেকুন্নবী, চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস, চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, প্রধান নির্বাহী তাজ চৌধুরী, চ্যানেল এসের বার্তা প্রধান কামাল মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমদাদ চৌধুরী এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী ও চ্যানেল এসের চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়েরসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শোক ও সমবেদনা জানিয়েছেন।