সাউথ লন্ডনে ছুরিকাঘাতে কিশোর নিহত : Teenage boy stabbed to death in Croydon

ব্রিটবাংলা রিপোর্ট : সাউথ লন্ডনে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেট পুলিশ।

পুলিশ জানিয়েছে, ক্রয়ডনের নর্থ এন্ড থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে ছুরিকাহত এক কিশোরকে উদ্ধার করা হয়। তার বয়স ১৭ বছর। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ একে হত্যাকাণ্ড বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

Teenage boy stabbed to death in Croydon

A teenage boy has died after being stabbed in south London, the Metropolitan Police has said.

Police were called to North End, in Croydon, at about 19:00 GMT and found a boy – believed to be aged 17 years old – with “serious stab injuries”.

He was given first aid but was pronounced dead at the scene. A murder investigation has now begun.

Police say they know the victim’s identity and are attempting to locate the teenager’s next of kin.

No arrests have been made so far, Scotland Yard said.

Advertisement