সাকিবদের ভারত সফর নিয়ে নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

ব্রিট বাংলা ডেস্ক :: বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসানরা। হঠাৎ করে টাইগারদের এমন ধর্মঘটের কারণে আশঙ্কা দেখা দিয়েছে ভারত সফর নিয়ে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের বিশ্বাস সমস্যা যাই হোক ক্রিকেটাররা ভারত সফরে খেলতে যাবেন।

সাকিবদের ভারত সফর নিয়ে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, ‘টাইগারদের বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড নজরে রেখেছে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়। আমরা সব শুনেছি। কিন্তু এখনই কোনও মন্তব্য করার প্রয়োজন মনে করছি না।’

বিসিসিআইয়ের সিনিয়র আরেক কর্মকর্তার বলেছেন, ‘সাকিবদের সঙ্গে কোহলিদের কলকাতায় টেস্ট রয়েছে। যা নিয়ে উৎসাহ রয়েছে বাংলাদেশি সমর্থকদের মধ্যে। ঢাকা থেকে অনেক সমর্থক কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি বিসিবি সভাপতির অনুরোধে ক্রিকেটাররা খেলতে চলে আসবেন।’

প্রসঙ্গত, ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

Advertisement