ডিজেলের দাম বাড়ানোয় আজ সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের মধ্যেই আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা।সকাল ১০টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে বেলা ১১টা পর্যন্ত।সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষা কমিটির তথ্যমতে, সাত কলেজে এবার আসন রয়েছে ২৬ হাজার ১৬০টি, যার বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি।আর বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এ বছর ২৩ হাজার ৭০০টি আবেদন পড়েছে। বিপরীতে সাতটি কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি।প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বসতে হবে ভর্তিচ্ছুদের। এছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে ২০ নম্বর থাকবে।আগামী শনিবার (৬ নভেম্বর) সাত কলেজের বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাত কলেজের ভর্তি পরীক্ষা চলছে
Advertisement