বহুল আলোচিত ব্রিটিশ বাংলাদেশী প্রাইমারী স্কুল শিক্ষিকা সাবিনা নেছার হত্যার ঘটনায় ব্রিটেনের হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলকে দায়ী করেছেন সাবিনা নেছার বোন। নিহত হওয়া সাবিনা নেছার বোন জেবিনা ইসলাম জানিয়েছেন, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন প্রীতি প্যাটেল। তার ফলেই সাবিনা নেছার হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এর আগে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় সাউথ ইস্ট লন্ডনের ক্যাটর পার্কে নির্মম ভাবে হত্যা করা হয় সাবিনা নেছাকে। নির্মম এই হত্যাকাণ্ডে হত্যাকারী কচি স্লামাজ ২ ফিট লম্বা একটি ধাতব বস্তু দিয়ে ৩৪ বার মাথায় আঘাত করে সাবিনাকে। পোস্ট মর্টেম রিপোর্টে বলা হচ্ছে, সাবিনাকে ট্রাফিক ট্রায়াংগাল দিয়ে মাথায় আঘাত করার পর অজ্ঞান অবস্থায় তাকে কাঁধে করে পার্কে নিয়ে তার কাপড় খুলে তারপর শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক কচি স্লামাজ।এদিকে ব্রিটিশ বাংলাদেশী প্রাইমারী স্কুল শিক্ষিকা সাবিনা নেছার হত্যা মামলায় আসামি কচি স্লামাজকে ৩৬ বছরের বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যের অল্ড বেইলি আদালতে মামলার চুড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক।বিচারকের রায় ঘোষণা করার পর হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল এক টুইট বার্তায় বলেন, আমরা জানিনা এই মুহূর্তে সাবিনা নেছার পরিবারের অনুভূতি কেমন। তবে জঘন্যতম এই হত্যাকান্ডের এমন রায়ে কিছুটা হলেও স্বস্তি পাবে সাবিনার পরিবার।প্রীতি প্যাটেলের এমন টুইটের পর তাকে উদ্দেশ্য করে সাবিনা নেছার বোন জেবিনা ইসলাম বলেন, একটি পরিবার যখন এমন দুঃসময়ের মধ্য দিয়ে যায় তখন তারা কি ধরনের বাজে পরিস্থিতিতে থাকে সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমার বোন হত্যার শিকার হওয়ার পর আপনি আমাদের সামান্যতম খোঁজ পর্যন্ত করেননি। নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে আপনি এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রচেষ্টার ঘাটতি থেকেই এমন ঘটনা ঘটেছে।