ব্রিটবাংলা ডেস্কঃদ্বিতীয় ইষ্টউড অ্যাওয়ার্ড ২০১৮’ সম্পন্ন হয়েছে, রবিবার পূর্ব লন্ডনের একটি হলে এতে বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতিতে বিভিন্ন ক্যাটাগরিতে এওয়াৰ্ড প্রদান করা হয়।
এতে সেরা টিভি প্রেজেন্টার বিভাগে অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন টিভি প্রেজেন্টার কমিউনিটি ও চ্যারাটি এক্টিভিস্ট লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাবিয়া কামালী ৷
উল্লেখ্য, গোল্ডস্মীথ ইউনিভার্সীটিতে লেখাপড়া করা সাবিয়া কামালী,ইকরা বাংলা টিভি,ইসলাম চ্যানেল, এম সিবি ম্যাকমিলান ক্যান্সার সার্পোট,সহ মুসলিম উইকলির সাবেক এডিটর এবং বিভিন্ন গণমাধ্যমের সাথে জড়িত থেকে কমিউনিটির উন্নয়নে কাজ করছেন।
Advertisement