সাবেক ইউপি সদস্য আবুল কালাম আর নেই

শোক সংবাদ
ইষ্ট লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজসেবী আলহাজ্ব আবুবকর আহমদের বড় ভাই নবীগঞ্জের ৪নং দীগলবাক ইউনিয়নের দু‘বারের নির্বাচিত সদস্য ও স্বনামখ্যাত ফুটবলার ও ক্রীড়া সংগঠক আবুল কালাম আর নেই (ইন্না….লিল্লাহি..রাজিউন)। গেল ৮ই ডিসেম্বর শনিবার সকালে তিনি গ্রামের বাড়ী নবীগঞ্জের জিয়াপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর ,তিনি দীর্ঘ দিন যাবত দূরারোগ্য ক্যানসার ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ভাই, ২স্ত্রী ৭কন্যা, ৮পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওইদিন বাদ আসর তাঁকে গ্রামের বাড়ী জিয়াপুরের মোকামবাড়ীস্থ পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে বৃটেনে বসবাসরত এলাকাব্সাীর পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, সিরাজুল ইসলাম, ফজলুর রহমান, আলহাজ্ব এম এ মতিন, আবুল কালাম, সালিক মিয়া, আতিকুর রহমান লিটন প্রমুখ। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Advertisement