ব্রিটবাংলা রিপোর্ট : সাবেক মেয়র লুৎফুর রহমানের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ এবং অলিউর রহমান, দুজনের কেউই এবার নির্বাচনে পাশ করতে পারেননি। লুৎফুর রহমান সমর্থিত এসপায়ার পার্টির মেয়র পদপ্রার্থী অহিদ আহমদ ১১ হাজার ১০৯ ভোটে তৃতীয় হয়েছেন। তিনি কাউন্সিলর পদেও পাশ করতে পারেননি। ল্যান্সবারি ওয়ার্ডে কাউন্সিলর পদে এসপায়ার পার্টির প্রার্থী ছিলেন অহিদ আহমদ। তিনি ১৩শ ৫৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উল্লেখ অহিদ আহমদ ২০১০ সালে সাবেক মেয়র লুৎফুর রহমানকে সমর্থন করে লেবারপার্টি ত্যাগ করেন। এরপর ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১০ সালের সাধারণ নির্বাচনে কাউন্সিলর অহিদ আহমদ লেবার পার্টির পক্ষ থেকে একটি পার্লামেন্টারী আসনে এমপি প্রার্থীও হয়েছিলেন। লেবার থেকে ইন্ডিপেনডেন্ট, টাওয়ার হ্যামলেটস ফার্স্ট, আবার ইন্ডিপেনডেন্ট এবং সর্বশেষ এসপায়ারে এসে আপতত রাজনৈতিক ক্যারিয়ারের বড় ধাক্কা খেলেন অহিদ আহমদ।
একই অবস্থা হয়েছে সাবেক কাউন্সিলর অলিউর রহমানেরও। রেসপেক্ট পার্টির ইতিহাসের প্রথম নির্বাচিত কাউন্সিলর ছিলেন অলিউর রহমান। এরপর আসেন লেবারে। ২০১০ সালে লেবারের কাউন্সিলর নির্বাচিত হয়ে সাবেক মেয়র লুৎফুর রহমানকে সমর্থন করে লেবার ছাড়েন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি ডেপুটি মেয়য়ের দায়িত্ব পালন করেন। রেসপেক্ট, লেবার পার্টি, ইন্ডিপেনডেন্ট গ্রুপ, টাওয়ার হ্যামলেটস ফার্স্ট, আবার ইন্ডিপেনডেন্ট এবং সর্ব শেষ এসপায়ার পার্টিতে এসে পরাজয়ের গ্লানি নিয়ে ঘরে ফিরেছেন অলিউর রহমান। স্টেপনি ওয়ার্ডে ঘর প্রতীক নিয়ে এসপায়ার পার্টির কাউন্সিলর প্রার্থী ছিলেন ইন্ডিপেনডেন্ট গ্রুপ লিডার অলিউর। পেয়েছেন মাত্র ৪শ ৯৬ ভোট। সাবেক কাউন্সিলর অলিউর রহমান গত দুটি পার্লামেন্টারী নির্বাচনেও পপলার এন্ড লাইম হাউস আসনে প্রার্থী হয়েছিলেন।
শুধু অহিদ আহমদ আর অলিউর রহমানই নয়, সাবেক মেয়র লুৎফুর রহমান সমর্থিত এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এ এম আবু তাহের চৌধুরীসহ পার্টির সব প্রার্থী পরাজিত হয়েছেন। টাউন হলে সাবেক মেয়র সমর্থিত বা তার গ্রুপের এখন আর কেউ নেই। আছেন লেবার পার্টির ৪২ জন, টোরির ২ জন এবং পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটসের ১ জন কাউন্সিলর।