সাবেক সচিব শাহজাহান সিদ্দিকী বীরবিক্রম আর নেই

সাবেক সচিব,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিদ্দিকী বীরবিক্রম আর নেই।সম্মিলিত সামরিক হাসপাতালে গতকাল রাত পৌনে ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্র জানায়, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে একমাত্র বেসামরিক নৌ-কমান্ডো লিডার হিসেবে ঐতিহাসিক ‘অপারেশন জ্যাকপট’ অভিযানে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হলে সফল অপারেশনের জন্য বীরবিক্রম খেতাব পান। পরে ১৯৭৩ সালে প্রশাসন ক্যাডারে চাকরি নেন। দায়িত্ব পালন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে। কূটনৈতিক সদস্য হিসেবে কাজ করেন দুবাইয়ে। পরে সচিব হিসেবে অবসরে যান ২০০৭ সালে। এ ছাড়া ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Advertisement