সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

ব্রিট বাংলা ডেস্ক :: সদ্য সাবেক ভারতে দায়িত্বপালনকারী হাইকমিশনার, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ দুপুর ১১টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার সহধর্মিনী মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন।

সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে কর্মরত ছিলেন। ওই সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন এবং ওয়াশিংটনে অস্থায়ী বাংলাদেশ সরকারের দূতাবাস প্রতিষ্ঠা করেন।

মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়াদিল্লি মিশনেও কাজ করেছেন।

সর্বশেষ ভারতে বাংলাদেশ দূতাবাসে হাইকমিশনারের দায়িত্ব পালন করেন।

এর আগে ২০০১ সালে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর অবসরে যান এই কূটনীতিক।

পাঁচ বছর পর, ভারতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব শেষ করে তিনি দেশে ফিরেছেন সম্প্রতি। অবসর জীবনের মাসও কাটে নি। আজ সকালে জীবনাবসান হলো তাঁর। ১৯৪৪ সালের ১৮ জুলাই সিলেটে জন্ম গ্রহণ করেন তিনি। পিতা ছিলেন ইতিহাসবিদ সৈয়দ মুস্তফা আলী। তিন ভাইয়ের মধ্যে মুস্তফা আলী ছিলেন বড়। ইতিহাসবিদ সৈয়দ মুর্তাজা আলী তার চাচা। ছোট চাচা হলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক, বহু ভাষাবিদ পন্ডিত সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মোয়াজ্জেম আলীর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের খন্দকার বাড়িতে।

কিন্তু পরবর্তীতে তাদের পরিবার মৌলভীবাজার চলে যান। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্টিকুলেশন পাস করেন।

Advertisement