বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় দলে দলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। পাঁচ লাখ লোকের জমায়েতের পরিকল্পনা করে এই জনসভার আয়োজন করা হয়েছে।শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে আওয়ামী লীগের এই জনসভা শুরু হয়। জনসভা শুরু হওয়ার আগে থেকেই দলে দলে যোগ দেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলেন, আমাদের এই জনসভায় সাভার আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেছেন।নেতা কর্মীরা বলেন, যদি ঢাকায় বিএনপি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করে তাহলে এখান থেকেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনসভায় যোগ দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। আমরা উপজেলা আওয়ামী লীগের সভা করে দেখিয়ে দিতে চাই জনগণ শান্তির পক্ষে আছে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, আপনারা এসে দেখে যান জনসভা কীভাবে শান্তিপূর্ণ করতে হয়। আমাদের নেতাকর্মীরা কী রকম শান্তি প্রিয়। আমরা ষড়যন্ত্র, মিথ্যাচার ও অশান্তিপূর্ণ জনসভার বিপক্ষে।এই জনসভায় ভাষণ দেবেন সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু
Advertisement