এহসানুল ইসলাম চৌধুরী শামীম:বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও মৌলভী বাজার সদর ও রাজনগর (মৌলভীবাজার-৩) আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসীন যুক্তরাজ্যের নর্থাম্পটনের এমপি এন্ড্রু লয়ার এর আমন্ত্রেনে ও নর্থাম্পটনের তামারিনড রেস্টুরেন্টের মালিক সেলিব্ৰেটি শেফ টিপু রহমান ও সাফরন রেস্টুরেন্টের মালিক নাজ ইসলামেের যৌথ উদ্যোগে ০৮ মে হাউস অব কমন্স পরিদর্শন করেছেন।
এ সেই সাথে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারেও অতিথি হিসাবে যোগদান করেন। কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট এ্যানমেইন এমপি ও এন্ড্রো লয়ার এমপি সৈয়দা সায়েরা মহসিনকে ক্রেস্ট প্রদান করেন। আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের এমপি বব ব্লাকম্যান, পল স্কালি ওজ্যাক গোল্ডস্মীথ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডাক্তার আনোয়ারা আলী,বজলুর রশীদ,শাহগির বক্ত ফারুক,মাহফুজ আহমদ,টিপু রহমান,নাজ ইসলাম সহ কনজার ভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের সদস্যরা সহ আরো অনেকেই। সেমিনারে মিয়ানমারের অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের নিয়ে ও আলোচনা করেন সৈয়দা সায়েরা মহসিন এমপি। সেমিনারে
সৈয়দা সায়রা মহসীন জানান, হাউস অব কমন্স পরিদর্শন করে তিনি যে অজ্ঞিতা অর্জন করেছেন তা বাংলাদেশে ফিরে কাজে লাগানোর চেষ্টা করবেন।
Advertisement