রাজধানীসহ সারাদেশে আগামী রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) ঢাকাতে যে ঘটনা হয়েছে, একই সঙ্গে সারাদেশে যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোর প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করছিল বিএনপি। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির
Advertisement