ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের ছবি ‘রাধে’। তার আগে করোনার ভয়াল থাবা সালমান খানের পরিবারে। তার দুই বোন অলভিরা ও অর্পিতা করোনা পজিটিভ। সালমান খান নিজেই এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।বোনেদের সংক্রমিত হওয়ার কথা জানিয়ে সালমান বলেন, এতদিন কেবল দূরের মানুষের করোনা আক্রান্ত হওয়ার কথা, তাদের চিকিৎসার সমস্যার কথা শুনতেন। তবে এবার করোনা ঘরে চলে এসেছে। তাই তিনি চিন্তিত। গত বছর অবশ্য সালমান খানের দুই ড্রাইভার করোনায় আক্রান্ত হয়েছিলেন।অলভিরা সালমান খানের নিজের বোন। অভিনেতা-পরিচালক অতুল অগ্নিহোত্রীর সঙ্গে তার বিয়ে হয়। বয়স ৫১ বছর। সালমা খান ও সেলিম খানের একমাত্র কন্যা অলভিরা। অন্যদিকে সেলিম খানের দত্তক কন্যা অর্পিতা। সালমানের সবচেয়ে প্রিয় অর্পিতা। গোটা পরিবারের সবচেয়ে আদুরে মেয়ে। সালমান বরাবরই বলে এসেছেন পরিবারের ‘লাকি চার্ম’ হল তাদের এই বোন। বাড়িতে সব দাদাদের উপরেই তার হুকুম চলে। ২০১৪ সালে অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় অর্পিতা খানের। খান পরিবারের জামাই হওয়ার পরে সালমানের হাত ধরে বলিউডে সফর শুরু হয় আয়ুশের। সূত্র: জি-নিউজ।
সালমান খানের দুই বোন করোনায় আক্রান্ত
Advertisement