ব্রিটবাংলা ডেস্কঃবৃহত্তর সাসেস্কের টেকওয়ে ও রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন সাসেস্ক বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নিবার্চন অনুষ্ঠিত হয়েছে ।
নির্বাচনে সিনিয়র ক্যাটারার ইউসুফ ইসলামকে সভাপতি ও আসকর আলীকে সাধারণ সম্পাদক ও আমজাদ হোসেন কুটিকে ট্রেজারার নির্বাচিত করা হয়।
রবিবার ২৫ফেব্রুয়ারী ওয়ারদিং এর মহান ইন্ডিয়ান রেষ্টুরেন্টে আয়োজিত দ্বিতীয় সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি প্রবীণ ক্যাটারার তফজ্জুল হোসেন ।
সংগঠনের পূননির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্যাটারার আসকর আলীর পরিচালনায় এতে সংগঠনের আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের বিদায়ী ট্রেজারার মিলাদ হোসেন চৌধুরী ।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মন্নান ,নবনির্বাচিত সহ-সভাপতি নুরুল ইসলাম ,এম এ কাইয়ুম মিয়া ,মিলিক মিয়া চৌধুরী ,মাহতাব মিয়া ,হান্নান আহমদ,সহ সাধারণ সম্পাদক আব্দুল মোহিত নূর সহ আরো অনেকে ।
বিজিএমে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করে কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ২৯ সদস্যদের বদলে ৩৯ সদস্যে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তে কারী শিল্পের বর্তমান সংকট সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
সভায় আরো বলা হয় বৃটেনের সকল শহরের ব্যবসায়ীদের নিজ নিজ এলাকার এমপি ও মন্ত্রীদেরকে কারী শিল্পের সংকট সমাধানে তৎপরতা চালানোর আহবান জানানো হয়।সভায় নতুন নেতৃবৃন্ধকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
আগামী দুই বছরের জন্য সাসেস্ক বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন-