সিএএ নিয়ে মমতাকে অমিত শাহের চ্যালেঞ্জ

ব্রিট বাংলা ডেস্ক :: পশ্চিমবঙ্গে সিএএবিরোধী বিক্ষোভের পাল্টা আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির পাশাপাশি সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর জিনিউজের।

জব্বলপুরে এক সভায় রোববার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর সমালোচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সিএএ চালু হলে দেশের বহু প্রকৃত নাগরিক নাগরিকত্ব হারাবেন বলে দাবি করছেন একাধিক নেতা ও সংগঠন।

সভায় অমিত শাহ বলেন, ভারতে যতটা আপনাদের অধিকার রয়েছে, ততটাই রয়েছে পাকিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান শরণার্থীদেরও।

আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করছি– নাগরিকত্ব আইনে এমন কোনো জায়গা দেখান, যা থেকে মনে হয়েছে এ দেশের কারও নাগরিকত্ব কেড়ে নেয়া হবে।

স্পষ্ট করে বলতে চাই, এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেয়ার সুযোগ নেই। নাগরিকত্ব দেয়ার সুযোগ করে দেয়া হয়েছে।

বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি আরও বলেন, নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতার আগে আমার সঙ্গে খোলাখুলি বিতর্কে বসুন রাহুল গান্ধী। বিরোধীদের অপপ্রচার খুব বেশিদিন ধোপে টিকবে না। বিজেপি কর্মীরা মানুষকে এনিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝানো শুরু করেছেন।

উল্লেখ্য, কলকাতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিএএ নিয়ে আপত্তির কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার রাজবভনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রীকে বলেছি হয়তো এ রকম এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় এটি নয়।

কিন্তু সিএএ ও এনপিআরের বিরুদ্ধে রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। মোদিকে বলেছি, আমরা মানুষকে ভাগ করার বিরুদ্ধে। কারও বিরুদ্ধে বৈষম্য করা উচিত নয়। দয়া করা এই আইন তুলে নিন।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি রোববার বলেছেন, সংসদে নাগরিকত্ব আইন পাস হয়েছে। এই আইন গোটা দেশেই কার্যকর হবে। পশ্চিমবঙ্গেও এই আইন কার্যকর করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইতিহাস ও সংবিধানটা খুব ভালোভাবে পড়ে নেয়া। ভারতেরই রাজ্য পশ্চিমবঙ্গ। তাই সিএএ আইন পশ্চিমবঙ্গেও কার্যকর হবে।

Advertisement