সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক এসকে সিনহার রায়ের পর প্রতিক্রিয়ায় সচিবালয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) সাংবাদিকদের বলেন, এসকে সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয়।আইনমন্ত্রী বলেন, অন্যায় করলে বিচার হবে। এ রায়ে এটাই প্রমাণিত হয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের উচ্চপদে থাকলে তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। দৃষ্টান্ত স্থাপন হলো যে, সবারই স্বচ্ছতা ও জবাবদিহিতা পালন করা উচিত।  মন্ত্রী বলেন, তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনজীবী হিসেবে আমিও বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত তাই এটা আমার জন্য সুখকর নয়।

Advertisement