সিনেমায় অভিনয় করছেন না অনেক বছর। এ অঙ্গনকে কি মিস করেন? উত্তরে শিল্পী বলেন, অবশ্যই মিস করি। এটাই তো আমার পরিচয়ের বড় জায়গা। আপনাকে সামনে কি কখনও সিনেমায় পাওয়া যাবে? শিল্পী বলেন, আমরা যে মানের কাজ করতাম সেই মানের কাজ হচ্ছে না। তাই সিনেমায় কাজের আর ইচ্ছে নেই। তাছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ততা আছে। বর্তমান চলচ্চিত্রের অবস্থা কেমন দেখছেন? শিল্পী বলেন, একে তো ছবি হচ্ছে না। আবার সিনেমা হলও নেই। প্রযোজকরা লগ্নি করছে না। লগ্নি করলেও টাকা কোথা থেকে ফিরে আসবে! সেই পথই তো দেখছি না। সিনেমা চালানোর জায়গাও নেই! এদিকে নতুন নায়ক নায়িকাও আসছে না। আমরা যখন কাজ শুরু করেছি তখন ৬০/৭০ লাখ টাকায় সিনেমা হতো। প্রযোজকরা ভরসা করতেন চোখ বন্ধ করে। এখন তো নতুনরা আসলে প্রযোজকরা বিনিয়োগই করতে চান না। এখান থেকে উত্তরণের উপায় কী? এ নায়িকা বলেন, একটা বসুন্ধরা সিনেপ্লেক্স বা যমুনা ব্লকবাস্টার দিয়ে সিনেমা চলবে না। আগে ১৩শ সিনেমা হল ছিল। এখন ৬০ টিতে নেমে এসেছে। এতো কম সিনেমা হল দিয়ে তো বিনিয়োগের অর্থ ফেরতের আশা করা যায় না। তাই হলের সংখ্যা আরও বাড়াতে হবে। পরিবেশ আরও উন্নত করতে হবে। ভালো গল্পের সিনেমা বানাতে হবে।
সিনেমা ছেড়েছিলাম অশ্লীলতার কারণে -শিল্পী
Advertisement