চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা শনিবার সকালে দেশে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য জানান।হুয়ালং ইয়ান জানান, বাংলাদেশের কেনা ৫৪ লাখ টিকা চীন কাল সকালে বাংলাদেশে পৌঁছাবে।গত ১২ মে থেকে শুরু করে কয়েক ধাপে চীন থেকে কেনা ও উপহারের টিকা দেশে এসেছে। তবে এবারই একদিনে সবচেয়ে বেশি সংখ্যক টিকা দেশে আসছে।
Advertisement